Suvendu slams Jay Prakash : ‘কচুবন থেকে ঘাসবনে গিয়েছেন’, জয়প্রকাশের বিজেপি-ত্যাগে মন্তব্য শুভেন্দুর - Suvendu slams Jay Prakash
🎬 Watch Now: Feature Video
ফের ভাঙন বঙ্গ-বিজেপিতে ৷ গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ কাজকর্ম নিয়ে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তেওয়ারিরা । শাস্তির কোপে পড়েছিলেন ৷ সূত্রের খবর, বিজেপির তরফে রীতেশ তেওয়ারিকে নিয়ে কিছুটা নরম অবস্থান নেওয়া হলেও জয়প্রকাশ মজুমদার নিয়ে কড়া অবস্থান নিয়েছে দল । তারপরেই আজ নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে শাসকদলে নাম লিখিয়েছেন তিনি ৷ জয়প্রকাশকে কটাক্ষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘উনি কচুবন থেকে ঘাসবনে গিয়েছেন । তৃণমূলীরাই ওঁকে করিমপুরে কচুবনে ফেলে দিয়েছিল (Suvendu Adhikari slams Jay Prakash Majumdar) ।’’
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST
TAGGED:
Suvendu slams Jay Prakash