Young Lady in Protest : প্রেমিককে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা, প্রতিবাদে ধর্নায় যুবতী - Young Lady in Protest
🎬 Watch Now: Feature Video
সাত বছরের প্রেম, তবুও প্রেমিককে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করছে তাঁর পরিবার ৷ এই খবর পেয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন প্রেমিকা (young lady sits on protest in front of lover house) ৷ ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লক্ষ্মী ডাঙার ৷ এলাকার যুবক বাবু সাঁধুখা পেশায় মুদি ব্যবসায়ী, তাঁর সঙ্গে দীর্ঘ 7 বছরের সম্পর্ক কৃষ্ণগঞ্জের স্বর্ণখালী মাঝের পাড়ার বাসিন্দা মাম্পি বিশ্বাসের ৷ প্রেমিকের বিয়ে দেওয়ার চেষ্টা চলছে, জানতে পেরেই বৃহস্পতিবার রাতে বাবুর বাড়িতে হাজির হন মাম্পি ৷ জানা গিয়েছে, বাবুর পরিবারের সদস্যরা এই সম্পর্ক মানতে রাজি নন ৷ প্রেমিককে পেতে নাছোড়বান্দা মাম্পি তাই বাবুর বাড়ির সামনে ধর্নায় বসে যান ৷
TAGGED:
Young Lady in Protest