Water Issue Asansol: জলের দাবিতে আসানসোল পৌরনিগম ঘেরাও মহিলাদের - আসানসোল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 25, 2021, 8:45 PM IST

দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে আসানসোল পৌরনিগমের প্রান্তিক ওয়ার্ড 97 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাকড়াসোতা গ্রামে। কখনও জল আসে তো কখনও আসে না। দুর্গাপুজোর পর থেকে একদিনের জন্যও জল আসেনি বলে দাবি গ্রামবাসীদের। পানীয় জলের সরবরাহের দাবিতে আসানসোল পৌরনিগম ঘেরাও করলেন নাকড়াসোতা গ্রামের বাসিন্দারা। যাঁদের মধ্যে বহু মহিলা জলের পাত্র সঙ্গে করে নিয়ে এসেছিলেন। 97 নম্বর ওয়ার্ডের নাকড়াসোতা গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জল নিয়মিত আসে না বলে অভিযোগ। তারই ফলে গ্রামবাসীদের 3 থেকে 5 কিলোমিটার দূরে পাশের ওয়ার্ড থেকে জল আনতে হয়। যাঁদের শারীরিক ক্ষমতা নেই, তাঁরা পুকুরের জল পান করছে বলে দাবি করেছেন বাসিন্দারা। আর এবার তাই জলের দাবি নিয়ে আসানসোল পৌরনিগমে হাজির হলেন নাকড়াসোতা গ্রামের বাসিন্দারা। জলের কলসি, বালতি হাতে প্রচুর মহিলারাও এই বিক্ষোভে অংশ নেন।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.