নোবেলের দাবিতে ফের হাওড়া ব্রিজে চড়ে বসলেন ডলি বিশ্বাস - হাওড়া ব্রিজে উঠলেন ডলি বিশ্বাস
🎬 Watch Now: Feature Video
ফের হাওড়া ব্রিজের পিলারে চড়ে বসলেন ডলি বিশ্বাস ৷ এর আগে জুন মাসে একইভাবে হাওড়া ব্রিজের পিলার ধরে ব্রিজের মাথায় ওঠার চেষ্টা করেছিলেন তিনি ৷ সেদিনও তাঁকে নামাতে বেশ বেগ পেতে হয়েছিল পুলিশ ও দমকলকর্মীদের ৷ এরপর আজ সন্ধেবেলা ফের হাওড়া ব্রিজের পিলারে চড়ে বসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে হাওড়া পুলিশ, কলকাতা পুলিশ ও দমকলকর্মীরা । তাঁদের 20 মিনিটের প্রচেষ্টায় ওই মহিলাকে নামানো সম্ভব হয় । ডলি বিশ্বাসের দাবি, অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নোবেল পদক তাঁকে দিতে হবে ৷ জানা যায়, ওই মহিলা মানসিক ভারসম্যহীন ৷ তাঁকে উদ্ধার করার পর আটক করে কলকাতা পুলিশ ।