মমতার বাড়িতে মহাযজ্ঞ - WEST BENGAL ASSEMBLY ELECTION 2021
🎬 Watch Now: Feature Video
মুখ্যমন্ত্রীর বাড়িতে মহাযজ্ঞের আয়োজন।রাজ্যবাসীর মঙ্গলকামনায় জগন্নাথ দেবের পুজো প্রতিবছর দুই বার করে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই মতো মহা যজ্ঞের আয়োজন করা হয়। আগামিকাল মাঘী পূর্ণিমা। তার আগে প্রতি বছরই পুরী মন্দিরের সেবায়েত জগন্নাথ দ্বৈতাপতি এই জগন্নাথ পুজো করেন। উপলক্ষে কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার। ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কমিশন সূত্রে জানা যাচ্ছে এদিনই বিধানসভা ভোট ঘোষণা হতে পারে রাজ্যে। তার আগে এই পুজো এবং যজ্ঞের আয়োজনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।