মানুষ এখন পরিবর্তনের নামে যে প্রতারণা তার থেকে পরিত্রাণ চাইছে : বাবুল - "মানুষ এখন পরিবর্তনের নামে যে প্রতারণা তার থেকে পরিত্রাণ চাইছে" বাবুল সুপ্রিয়
🎬 Watch Now: Feature Video
তারাপীঠে পরিবর্তন যাত্রায় এসে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপদেশের সুরে বলেন, "উনি বিভিন্ন সভামঞ্চ থেকে কী হুঁশিয়ারি দিচ্ছেন, কী বলছেন সে ব্যপারে আমি আগ্রহী নই ৷ বরং মানুষ ওনাকে কী বলছেন, তা ওনার শোনা দরকার ৷" গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি উৎসবে যোগদান প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, " ওনার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলেই ওনাকে এখন মাটি উৎসবে যোগ দিতে হচ্ছে ৷" ওনার আরও সংযোজন," মানুষ এখন আর ওনার সঙ্গে নেই ৷ মানুষ এখন পরিবর্তনের নামে যে প্রতারণা তার থেকে পরিত্রাণ চাইছে ৷"