এরাজ্যে হরিশ চ্যাটার্জি রোড ছাড়া আর কোথাও নিরাপত্তা নেই, তোপ সূর্যকান্তের - PARIVARTAN YATRA
🎬 Watch Now: Feature Video
"এরাজ্যে মন্ত্রীদেরও নিরাপত্তা নেই । কোথাও নিরাপত্তা নেই । কেবল হরিশ চ্যাটার্জি রোড ছাড়া আর কোথাও নিরাপত্তা নেই । বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি এক হয়ে নির্বাচনে লড়ব । বিরোধী দল তথা বিজেপি কিংবা তৃণমূল দলের আক্রমণ প্রতিহত আমরা আগেও করেছি, আগামীতেও করব ।" কাঁথিতে ধর্মদাস বাড়ের সুভাষ মেলা ময়দানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ।