ভোট দিতে পথে টুম্পা, বামেদের নতুন প্যারোডি - Tumpa Song goes viral

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 18, 2021, 9:19 PM IST

পরিবর্তন ৷ পরিচিত এই শব্দটা আজ যেন বড্ড রাজনৈতিক ৷ পরিবর্তন এসেছে রাজ্যে৷ পরিবর্তন এসেছে রাজ্যের শাসক দলের ৷ পরিবর্তনের সঙ্গে তাল রেখে পরিবর্তিত হয়েছে রাজনৈতিক স্লোগানও ৷ এক সময় মুষ্টিবদ্ধ স্লোগানে সব কিছু ভেঙে চুরমার করে দেওয়ার হুঙ্কার ছিল তাদের ৷ পথে নেমে আন্দোলন ছিল তাদের ভাষা ৷ তারা বামপন্থী ৷ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে তাদের স্লোগানে ৷ তাদের ব্রিগেড আহ্বানেও ৷ হাল্কা চালের টুম্পা গানে ব্রিগেডের আহ্বান জানিয়েছিল বামেরা ৷ শোরগোল ফেলে দিয়েছিল ৷ যেন নতুন উদ্যোমের বামেদের প্রত্যক্ষ করা গিয়েছিল ৷ প্রথম পর্বের সাফল্যের পর বাজারে ফের টুম্পা ৷ এবার ভোট দিতে পথে টুম্পা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.