BJP : বাংলাদেশের মতো পরিস্থিতি যেন বঙ্গে না হয়, তারা মায়ের কাছে প্রার্থনা সুকান্ত-দিলীপের - তারাপীঠ
🎬 Watch Now: Feature Video
শুক্রবার সকালে তারাপীঠে পুজো দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার । সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ও বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা-সহ জেলার অন্যান্য নেতা-কর্মীরা ৷ পুজো দেওয়ার পর সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় শান্তি ফিরে আসুক । বাংলাদেশের মতো পরিস্থিতি পশিমবঙ্গে যেন না হয় । মা তারার কাছে এই প্রার্থনা পুজো দিয়ে প্রার্থনা করেছি ।" আজ সকাল সাড়ে আটটা নাগাদ সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ তারাপীঠে আসেন । তারপর দু’জনেই মা তারার পুজো দেন । বৃহস্পতিবার বীরভূমে এসেছেন তাঁরা ৷ সিউড়ি থেকে গতকাল রাতেই তাঁরা তারাপীঠে পৌঁছান ।