ক্ষুদিরাম কে ? কেউ বললেন জন্মাষ্টমী তাই সাজানো হয়েছে মূর্তি, কেউ কাটালেন পাশ - martyr khudiram
🎬 Watch Now: Feature Video
আজ শহিদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস ৷ পাড়ায় পাড়ায় শহিদের প্রতিকৃতিতে মাল্যদান করা হচ্ছে ৷ কিন্তু ক'জন জানেন ক্ষুদিরাম বসু সম্পর্কে ৷ তা জানতেই আসানসোলের মহিশীলা এলাকায় যান ETV ভারতের প্রতিনিধি। কিন্তু অনেকক্ষেত্রে যা উত্তর এল তা অবাক হওয়ার মতো। একজনকে প্রশ্ন করা হয়, আজ কী ? উত্তর আসে, ক্ষুদিরাম বসুর মৃত্যুদিবস ৷ কী করেছিলেন ক্ষুদিরাম ? এপ্রশ্নের উত্তর, বলতে গেলে অনেক বড় করে বলতে হবে ৷ ছোটো করে বলতে পারব না ৷
অপর একজনকে প্রশ্ন করা হয়, এটা কার মূর্তি ? উত্তর আসে, ক্ষুদিরামের মূর্তি ৷ কেন সাজানো হয়েছে ? উত্তর, আজ জন্মাষ্টমি আছে তাই ৷ প্রশ্ন, ক্ষুদিরামের কেন ফাঁসি হয়েছিল ? উত্তর, সত্যবাদী ছিলেন ৷ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন ৷
অপর একজন বলে, আজ কী জানি না ৷ ক্ষুদিরাম বসু দেশের জন্য কী করেছিলেন ? উত্তর, ঠিক বলতে পারব না ৷
অন্য একজনকে প্রশ্ন করা হয়, ক্ষুদিরাম বসুর ফাঁসি কেন হয়েছিল ? কিছুটা হকচকিয়ে সে বলে, এই রে ! অ্যাঁ ৷ দেশের সেবার কাজে হয়েছিল ৷ দেশের সেবার জন্যই মারা গিয়েছেন ৷ কাকে মারতে গিয়ে ফাঁসি হয় ? অত কিছু বলতে পারব না ৷
1908 সালের 29 এপ্রিল সন্ধেয় ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার পরিকল্পনা করেছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি । কিন্তু, সেদিন কিংসফোর্ড অন্য একটি গাড়িতে ছিলেন। তার জায়গায় মিসেস কেনেডি ও তাঁর মেয়ের মৃত্যু হয় । গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন প্রফুল্ল চাকি । গ্রেপ্তার হন ক্ষুদিরাম। দুই মহিলাকে হত্যার জন্য তাঁর ফাঁসি হয় । মাত্র 18 বছর বয়সে দেশের জন্য প্রাণ দেন তিনি। আজকের প্রজন্ম কীভাবে চেনে ক্ষুদিরামকে ? দেখুন ভিডিয়ো...