"নির্ভয়ে ভোট দিন", গ্রামে গ্রামে বিডিও-আইসি - বিডিও মহম্মদ এরফান হাবিব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10490060-thumbnail-3x2-mld.jpeg)
একুশের নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি কমিশন ৷ কিন্তু ইতিমধ্যেই জনসাধারণকে সচেতন করতে মাঠে নেমে পড়েছে পুরাতন মালদা ব্লক প্রশাসন ৷ আজ এই ব্লকের বিডিও মহম্মদ এরফান হাবিব ও মালদা থানার আইসি হীরক বিশ্বাস বিভিন্ন গ্রামে ঘুরে ভোটারদের ভোটদানে উৎসাহ জোগান ৷