বিএসএফের উদ্যোগে বিজয় দিবস পালন বয়রা সীমান্তে - Victory Day celebrations against Pakistan
🎬 Watch Now: Feature Video
বুধবার উত্তর 24 পরগনার বাগদার বয়রা সীমান্তে বিএসএফের 107 ব্যাটেলিয়নের উদ্যোগে বিজিবির উপস্থিতিতে 1971 সালের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যুদ্ধের বিজয় দিবস উদযাপিত হল। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করেছিলেন শেখ মুজিবর রহমান। সেই দিন ভারতের কাছে সাহায্যের আবেদন করেছিল বাংলাদেশ। বাংলাদেশের আহ্বানে সাড়া দিয়ে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। শুরু হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধের বায়ুসেনার কার্যক্রম শুরু হয়েছিল বাগদার বয়রার উপর দিয়েই। সেই কারণে বিএসএফের 107 নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বয়রার কুলনন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএসএফের আইজি সাউথ বেঙ্গল ও বাংলাদেশ বর্ডার গার্ডের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 1971 সালের সেই বিজয় দিবস উৎযাপিত হয়। অনুষ্ঠানে 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয় বিএসএফ ও বিজিবির পক্ষ থেকে। যুদ্ধের সময় থাকা স্থানীয় বাসিন্দা দিলীপ সিংহ রায়ও 1971 সালের নানা ঘটনা স্মৃতিচারণ করেন।