পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দুই যুবকের - shantipur police station
🎬 Watch Now: Feature Video
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে আজ থেকে সারা রাজ্যে কার্যত লকডাউন জারি করা হয়েছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশি টহল শুরু হয়েছে ৷ অকারণে রাস্তায় বেরলেই মিলছে পুলিশের কড়া ধমক ৷ সমস্ত রকম জমায়েত ভাঙতে লাঠি হাতে তৈরি শান্তিপুর থানার পুলিশ ৷ পুলিশের গাড়ি ধেয়ে আসতেই কেউ আমবাগান দিয়ে ছুটছেন, তো কেউ রুদ্ধশ্বাসে বাড়ির দিকে ছুট লাগিয়েছেন ৷ আবার পুলিশের তাড়া খেয়ে ভাগীরথীতে ঝাঁপ দিতেও দেখা গেছে দুই যুবককে ৷ বিনা মাস্কে গল্পে মশগুল বাড়ির কর্তাদের বাড়ি পাঠাচ্ছেন কর্তব্যরত পুলিশ ৷ কার্যত লকডাউনের প্রথম দিনে ধরা পড়ল এমনই সব ছবি শান্তিপুরের বিভিন্ন প্রান্তে ৷
Last Updated : May 16, 2021, 4:43 PM IST