Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার - 2 শিশুকন্যার দেহ উদ্ধার
🎬 Watch Now: Feature Video
বুধবার আলিপুরদুয়ারের জয়গাঁ ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিকুল আনসারির দুই শিশুকন্যা তোর্সার নদীতে ভেসে যায় ৷ আজ সকালে দুই শিশুকন্যার দেহ উদ্ধার হয়েছে ৷ গতকাল সারাদিন সিভিল ডিফেন্সের কর্মীরা তোর্সা নদীতে তল্লাশি চালায় ৷ কিন্তু, রাত পর্যন্ত তল্লাশি চালিয়ে দুই শিশুর কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ বৃহস্পতিবার সকাল থেকে তোর্সা নদীতে ফের তল্লাশি শুরু করে সিভিল ডিফেন্সের কর্মীরা ৷ বেলার দিকে জয়ঁগার বিবাড়ি এলাকায় নদী থেকে এক শিশুর দেহ উদ্ধার হয় এবং ওপরজনের দেহ হাসিমারা এলাকায় তোর্সার পাড় থেকে উদ্ধার হয় ৷