2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত 2 - accident news
🎬 Watch Now: Feature Video
গলসি দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত্যু দুইজনের । বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার সময় একটি 14 চাকার গ্যাস ট্যঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিওকে চাপা দেয় । ওই গাড়ির চালক ও আরোহী চাপা পড়ে । ঘটনাস্থানে আসে গলসি থানার পুলিশ । হাইড্রা ও ক্রেন দিয়ে গাড়িটিকে উদ্ধার করে । উদ্ধার করা হয় ওই দুইজনের দেহ । তাঁদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । ঘটনাস্থানে আসে একটি দমকল ইঞ্জিন । পুলিশ রাস্তা পরিষ্কার করলে সেখানে যান চলাচলা আবার স্বাভাবিক হয় ।