Mimi Chakraborty : জুতো হাতে কাদায় হাঁটলেন অভিনেত্রী সাংসদ, শুনলেন স্থানীয়দের কথা - ভাঙড়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 20, 2021, 9:30 PM IST

রবিবার থেকে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন ভাঙড় বিধানসভার বিভিন্ন এলাকা । সোমবার বিকেলে বৃষ্টি কিছুটা কমতেই জলবন্দি এলাকা পরিদর্শনে এলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী । এদিন প্রথমে ভাঙড়ের ভোজেরহাট এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রায় শতাধিক মানুষ ও শিশুদের হাতে শুকনো খাবার এবং ত্রিপল তুলে দেন মিমি । এরপর ভাঙড় 1 ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদ এবং সংখ্যালঘু সেলের সভাপতি অহেদালি শেখকে সঙ্গে নিয়ে মিমি যান প্রাণগঞ্জ পঞ্চায়েতের মরিচা গ্রামে । সেখানেই জলবন্দি মানুষের কাছে পৌঁছানোর পর জুতো হাতে নিয়ে কাদার উপর হাঁটতে শুরু করেন তিনি । জলমগ্ন রাস্তা পেরিয়ে এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে তাঁদের সঙ্গে কথা বলেন মিমি । পরে সেখান থেকে ব্যাওতা, চড়িশ্বর ও পাইকান এলাকা পরিদর্শনে যান ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.