শান্তিপুরে মা ক্যান্টিনের উদ্বোধন তৃণমূলের - শান্তিপুরে মা ক্যান্টিনের উদ্বোধন
🎬 Watch Now: Feature Video
নদিয়ার শান্তিপুর নীরসিংহ পৌরএলাকায় নতুন বাসস্ট্যান্ডের সামনে মা ক্যান্টিনের উদ্বোধন করল ব্লক তৃণমূল কংগ্রেস । ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা করেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু । উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনিলা বিবি, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপা মান্না, ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শুভঙ্কর রায় ছাড়াও একাধিক তৃণমূল নেতৃত্ব । মা ক্যান্টিনের থেকে এলাকার প্রায় 700 দুঃস্থ পরিবারকে বিনামূল্যে খাবার তুলে দেওয়া হবে ।