বর্ধমানের রেলব্রিজে চালু যান চলাচল

🎬 Watch Now: Feature Video

thumbnail
ব্রিজের উদ্বোধন নিয়ে জারি ছিল রাজ্য -কেন্দ্র সংঘাত ৷ রেলের তরফে ঘোষণা করা হয়েছিল, ব্রিজের উদ্বোধন করতে আসবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল । তার মাঝেই 24 সেপ্টেম্বর দুপুরে বর্ধমানের এই ঝুলন্ত রেলব্রিজের উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । এরপরই পীযূষ গোয়েলের ব্রিজ উদ্বোধন প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুব্রত মুখোপাধ্যায় বলেন, "আমরা ব্রিজ উদ্বোধন করে দিয়েছি । উনি যতবার খুশি আসতে পারেন । আর আমরা যদি মনে করি মানুষ এখান দিয়ে হেঁটে যাবে, তাহলে কেউ আটকাতে পারবে না । কয়েকদিন ধরে টালবাহানার পর আজ বিকেলে খুলে দেওয়া হল বর্ধমানের নবনির্মিত উড়ালপুল । গত মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রাম থেকে বর্ধমান স্টেশনের পাশে ঝুলন্ত ব্রিজের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কিন্তু উদ্বোধন হলেও সেতুর ব্যারিকেড খোলেনি । এদিকে রেলের তরফেও লোহার গার্ডওয়াল দেওয়া থাকায় যানচলাচল বন্ধ ছিল । অবশেষে রেল বিকাশ নিগমের ছাড়পত্র মেলে । শুরু হয় যানচলাচল । জেলাশাসক বিজয় ভারতী জানান, ছাড়পত্র মিলতেই খুলে দেওয়া হয় ব্যারিকেড ।পুলিশ সুপার ভাস্কর মুখার্জি বলেন,"আপাতত চার চাকার গাড়ি চলবে । তবে শীঘ্রই টোটো,বাইক সবই চলাচল করবে উড়ালপুল দিয়ে৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.