বিজেপির বিধায়ককে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে, অভিযোগ দিলীপের - তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
🎬 Watch Now: Feature Video
"এটা ইচ্ছা করে করা হচ্ছে । বিজেপির বিধায়ককে ভাঙানোর চেষ্টা করা হচ্ছে । তবু আমরা লড়াই করছি ৷" বিধানসভার ভিতর কেন্দ্রীয় বাহিনী প্রবেশ বন্ধ ইস্যুতে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "কলকাতা সহ শহরতলি জেলার কয়েক হাজার বিজেপি কর্মী মহেশ্বরী ভবনে অস্থায়ীভাবে আছেন । বিজেপি কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছে । বাড়ি ভেঙে দিচ্ছে । তৃণমূলে যোগ দিতেও বাধ্য করছে । বিজেপি কর্মী-সমর্থকরা খুব কষ্টের মধ্যেই এখানে আছেন ।" অন্যদিকে, শীতলকুচিতে পুলিশের গুলিতে মৃত্যু আনন্দ বর্মনের পরিবারের চাকরি নিতে সম্মত হওয়ার পিছনে পরিবারের ভয় কাজ করছে বলে মত দিলীপ ঘোষের ৷