বিজেপিকে রুখতে না পেরে মারধরের পলিসি নিয়েছে তৃণমূল : দিলীপ ঘোষ - তৃণমূলকে আক্রমণ দিলীপের
🎬 Watch Now: Feature Video
“বিজেপিকে আর রোখা যাচ্ছে না ৷ তাই তৃণমূল এখন মারধরের পলিসি নিয়েছে ৷ বিজেপিকে আটকাতে এখন এটাই তাদের শেষ চেষ্টা ৷” আজ উত্তর দিনাজপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগে মালদায় এই মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে সরকারি তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, “এখানে এমন কোনও জায়গা নেই যেখানে দুর্নীতি নেই ৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে আগেও অভিযোগ এসেছে ৷ তদন্ত হচ্ছে ৷ সম্প্রতি টেটের পরীক্ষা হাইকোর্ট বাতিল করেছে ৷ ওই পরীক্ষা নিয়ে 14 হাজার অভিযোগ জমা পড়েছিল ৷ এখানে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা নেওয়া হয়েছে ৷ সবটাই বেআইনিভাবে হয়েছে ৷ তার জন্যই আবার নতুন করে পরীক্ষা হবে ৷ এতে আমাদের এখানকার বাচ্চাদের শৈশবটা তৈরি হচ্ছে না ৷”