100 টাকার 'দিশি' দেড় হাজারে বিক্রি, সরব মদন - ফেসবুক লাইভে মদের কালোবাজারি নিয়ে সরব মদন মিত্র
🎬 Watch Now: Feature Video
100 টাকার 'দিশি' বিক্রি হয়েছে দেড় হাজার টাকায় ৷ মদের দোকানের বাইরে লম্বা লাইন ৷ করোনা সংক্রমণ রুখতে কড়া বিধিনিষেধ জারি হতেই এমন দৃশ্য দেখা গিয়েছে ৷ এসব মানতে পারছেন না কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ ফেসবুক লাইভে এসে মদের কালোবাজারি নিয়ে সরব হয়েছিলেন ৷ যদিও সোশ্যাল মিডিয়ায় বলা কথাগুলিকে সরকার বিরোধী কথাবার্তা বলে মানতে নারাজ তিনি ৷ বলেছেন, "100 টাকার মদ মানুষ হাজার টাকায় কিনছে ৷ সেখানে অনেকের অক্সিজেন কেনার ক্ষমতা নেই ৷ মনের আঘাত থেকে আমি একথা বলেছি ।"