"খেলা হবে" স্লোগান তুলে ফরাক্কায় বাইক মিছিল তৃণমূলের - কংগ্রেস
🎬 Watch Now: Feature Video
কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন "ভয়ঙ্কর খেলা হবে" । গতকাল সেই স্লোগান তুলে ফরাক্কার অর্জুনপুর থেকে বাইক মিছিলের আয়োজন করে তৃণমূল যুব কংগ্রেস । এনটিপিসি মোড় ঘুরে শংকরপুরে শেষ হয় এই মিছিল । সেই সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে বলে হুঁশিয়ারি দেন ফরাক্কা ব্লকের তৃণমূল যুব সভাপতি হাবিব পারভেজ ।