Tiger Terror in Kultali : ফের কুলতলিতে লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কিত বাসিন্দারা - Tiger Terror in Kultali
🎬 Watch Now: Feature Video
কুলতলিতে ফের বাঘের আতঙ্ক ৷ সকালে দেউলবাড়ি-দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের টাটকা ছাপ দেখা যায় l মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে l খবর পাওয়া মাত্রই বনদফতরের কুলতলি বিট অফিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয় ৷ বনদফতর সূত্রের খবর, আজমলমারি 1 নম্বর জঙ্গল থেকে বাঘটি কোনওভাবে বেরিয়ে চলে এসেছিল পেটকুলচাঁদ এলাকায় l বাঘের এই মুহূর্তের অবস্থান জানতে চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা (Kultali Tiger Footprint) ৷