Tidal Wave At Digha : রাত হতেই আবার জলোচ্ছ্বাস দিঘায় - Tidal Wave at digha due to cyclone jawad
🎬 Watch Now: Feature Video
পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টি ও সমুদ্র উত্তাল হতে শুরু করেছিল দিঘায় (Tidal Wave At Digha)। রাত হতেই দফায় দফায় বৃষ্টি ও দমকা হাওয়া-সহ সমুদ্রের জল গাড়োয়াল টপকে আছড়ে পড়ছে। কিন্তু, পর্যটকদের সমুদ্র ধারে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। তাই সমুদ্র সৈকত দিঘাকে পর্যটকশূন্যই দেখতে পাওয়া গেল।