বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় - বিজেপি কর্মী
🎬 Watch Now: Feature Video
ভাটপাড়া বিধানসভা কেন্দ্র অন্তর্গত ভাটপাড়া 10 নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া রামনগর কলোনি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে চলল ব্যাপক বোমাবাজি ৷ মঙ্গলবার গভীর রাতের ঘটনা ৷ তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপি কর্মীর ৷ এই বোমাবাজির ঘটনার জেরে বিজেপি কর্মী রাজ বিশ্বাসের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । জানালার কাচ ভেঙে গিয়েছে । এই ঘটনায় তিনি এবং তাঁর পরিবার যথেষ্টই আতঙ্কিত । তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ সহ ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । এছাড়াও বিজেপি উচ্চ নেতৃত্বকেও জানিয়েছেন তাঁরা। বিজেপি কর্মী রাজ বিশ্বাসের অভিযোগ শাসকদলের দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে ।