কোরোনা পরিস্থিতির সুযোগে সরকারি জমিতে বেআইনি নির্মাণ হচ্ছে, কড়া ব্যবস্থার নির্দেশ গৌতমের - government land is occupied in siliguri
🎬 Watch Now: Feature Video
সরকারি জমি দখল করে ঘরবাড়ি বা দোকান-পাট তৈরি করা হলে তা বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেব। শিলিগুড়িতে ফের হুঁশিয়ারি পর্যটন মন্ত্রী গৌতম দেবের ।তিনি বলেন, "শিলিগুড়ি এবং ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় জমি দখলের প্রবণতা রয়েছে। জমির বেআইনি বিক্রিবাট্টাও চলছে। বেশ কিছু অভিযোগ এসেছে। এসব কোনওভাবেই প্রশ্রয় দেবো না।" গতকাল শিলিগুড়িতে বেআইনি জমি দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায় শিলিগুড়ি পৌরনিগম। আজ সেই প্রসঙ্গে ভিডিয়ো বার্তায় একথা বললেন মন্ত্রী গৌতম দেব ৷