ন্যায্য দাবি থেকে বঞ্চিত করছে কর্তৃপক্ষ; প্রতিবাদ চা শ্রমিকদের - ম্যানেজার
🎬 Watch Now: Feature Video
চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করছে । এরই প্রতিবাদে জলপাইগুড়ি করলাভ্যালি চা বাগানের ম্যানেজারকে এদিন ঘেরাও করে বিক্ষোভ দেখাল চা শ্রমিকরা । শ্রমিকদের দাবি বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের উপর জুলুম করছে ৷ অবিলম্বে শ্রমিকদের দাবি না মানা হলে বৃহত্তর আন্দলন করা হবে হুঁশিয়ারি শ্রমিকদের । শ্রমিকদের অভিযোগ চা বাগান কর্তৃপক্ষ তাদের পিএফ, ঘর, সহ জ্বালানি দিচ্ছে না ।এমনকি কাজের মাঝে বিরতির সময়ে খাওয়ার নিদিষ্ট সময় দিচ্ছে না । শ্রমিকদের অভিযোগে উক্ত চা বাগানের সিনিয়র ম্যানেজার হেমন্ত পোপলি বলেন, আমরা সমস্ত কাজ আইন মেনেই করে করি বেআইনি কাজ এখানে করা হয় না । কোনও সমস্যা থাকলে চা বাগান কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে সমস্যার সমাধান করা উচিত । বিক্ষোভ দেখিয়ে কিছু লাভ হয় না ।