বালির বাঁধ দিয়ে কি জল আটকানো সম্ভব ? প্রশ্ন সাংসদের
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর ব্যারেজের লকগেট ভাঙার ঘটনার চারদিন কেটে যাওয়ার পরেও এখনও পর্যন্ত মূল কাজ শুরু করা যায়নি । বালির বস্তা দিয়ে জল আটকে মূল গেট সারাইয়ের চেষ্টাকে ব্যর্থ প্রচেষ্টা বলে জানালেন বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া । তিনি প্রশ্ন তোলেন , বালির বাঁধ দিয়ে কি জল আটকানো সম্ভব ? কংক্রিটের চাদর দিয়ে কেন জল আটকানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না রাজ্য সেচ দপ্তর ? BJP সাংসদ দাবি করেন, রাজ্য সরকারের কাছে তিনি আবেদন করছেন, যদি তাঁর কোনও সাহায্য লাগে তাহলে তিনি তা করতে রাজি আছেন । যদি রাজ্য সরকার সদিচ্ছা প্রকাশ করে, তাহলে প্রয়োজনে সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগকে এই কাজে নিয়োগ করা যেতে পারে ৷ শুধু তাই নয় , রাজ্য সরকার তাঁর সাহায্য চাইলে তিনি জলসম্পদ উন্নয়ন মন্ত্রক, ইস্পাত মন্ত্রকের সঙ্গে কথা বলতে পারেন বলে জানিয়েছেন তিনি ৷