"দিদিকে বলো" কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে মৎস্য মন্ত্রী - Chandranath Singha
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-4164140-thumbnail-3x2-didikebolo.jpg)
"দিদিকে বলো" কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । শিবপুরের সাবিরগঞ্জের ঘটনা ৷ বোলপুরের শিবপুরে শিল্পের নামে 300 একর জমি অধিগ্রহণ করে আবাসন প্রকল্প নির্মাণ করছে রাজ্য সরকার । শিল্প না হলে জমি ফেরতের দাবিতে দীর্ঘ দিন ধরে আন্দোলন করছে অনিচ্ছুক জমিদাতারা ।
আজ "দিদিকে বলো" কর্মসূচির জন্য শিবপুরের সাবিরগঞ্জে যান রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ । সেই সময় অনিচ্ছুক জমিদাতা এই নিয়ে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বোলপুর থানার পুলিশ ৷ পুলিশের সঙ্গে বচসা শুরু হয় জমিদাতাদের ৷ পরে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের । এই ঘটনায় 10 জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ।
পরে গ্রামে গিয়ে একটি সভা করেন মন্ত্রী । যদিও, বিক্ষোভের জেরে গ্রামে রাত্রিবাসের কর্মসূচি বাতিল করেন তিনি ।