যশে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ পরিদর্শন করলেন মৎস্যমন্ত্রী - akhil giri
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় যশের প্রভাবে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সমুদ্র উপকূলবর্তী দীঘা, শংকরপুর, চাঁদপুর , তাজপুর । শনিবার সেই সব এলাকা পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি । কথা বলেন সেচ দফতরের আধিকারিকদের সঙ্গেও । উপস্থিত ছিলেন বিডিও, সহ-সভাপতি, প্রধান এবং অনান্য পঞ্চায়েত আধিকারিকরা ।