ভারত বনধে ট্রেন চলাচল স্বাভাবিক বর্ধমানে - বর্ধমানে ট্রেন চলাচল স্বাভাবিক
🎬 Watch Now: Feature Video
ভারত বন্ধে রেল চলাচলে কোনও প্রভাব পড়ল না ৷ এমনটাই জানাচ্ছে রেল দপ্তর । যদিও সকালের দিকে বর্ধমান- হাওড়া কর্ড লাইন শাখার শক্তিগড় রেল স্টেশনে বাম কর্মী-সমর্থকরা কিছুক্ষণের জন্য রেল অবরোধ করেছিলেন। রেলপুলিশ অবশ্য অবরোধকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। তবে এদিন ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বর্ধমান স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়নি। অন্যান্য দিনের তুলনায় বর্ধমান স্টেশন ছিল বেশ কিছুটা ফাঁকা । এমনকী হাওড়া থেকে আসা লোকাল ট্রেনের যাত্রীদের ভিড়ও দেখা যায়নি। রেল সূত্রে জানা গেছে, বর্ধমান-হাওড়া কর্ড ও মেইন লাইন শাখা, বর্ধমান-আসানসোল, বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-শিয়ালদায় ট্রেন চলাচল স্বাভাবিক।