সহায়তা কেন্দ্রে ভাঙচুরের ঘটনায় শুভেন্দুর হুঁশিয়ারি, "সুদে আসলে ফেরত নেব" - সুদে আসলে সব ফেরত নেব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 12, 2021, 9:48 AM IST

নিজের সহায়তা কেন্দ্র ভাঙচুরের প্রতিবাদে গতকাল মৌন মিছিল করেন শুভেন্দু অধিকারী । সেখান থেকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "সুদে-আসলে সব ফেরত নেব ৷" তিনি বলেন,"দিনক্ষণ তারিখ দিয়ে লিখে রাখলাম । যারা করেছে তাদের আমি জানি । গড়চক্রবেরিয়া, সামসাবাদ, ভুতার মোড় এলাকার লোক । সংখ্যায় ছিল 7 থেকে 8 । মদদদাতা 10 থেকে 12 । যে কেন্দ্রে নন্দীগ্রামের মানুষ একাধিক সুযোগ-সুবিধা পেত সেই সহায়তা কেন্দ্রে এখন কর্মীরাই কাজ করতে ভয় পাচ্ছেন ৷" সহায়তা কেন্দ্রে ভাঙচুরের প্রতিবাদে নন্দনায়েক বাড়, রেয়াপাড়া থেকে নন্দীগ্রাম থানা পর্যন্ত মৌন মিছিল করেন শুভেন্দুবাবু ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.