বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে দেগঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম 7 ঠিকাশ্রমিক - Seven workers injured in Deganga
🎬 Watch Now: Feature Video
বিদ্যুতের খুঁটি পুঁততে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জখম হলেন সাত ঠিকাশ্রমিক। জখম শ্রমিকদের নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু-জনকে ওই স্বাস্থ্যকেন্দ্র থেকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে । দেগঙ্গার জীবনপুর বাজার এলাকার ঘটনা । আজ দুপুরে দেগঙ্গার হাবরা পৃথিবা রোডের জীবনপুর বাজারে রাস্তার ধারে বিদ্যুতের সিমেন্টের খুঁটি পোতার কাজ করছিলেন 11 জন ঠিকা শ্রমিক। খুঁটির উপর দিয়ে গিয়েছে প্রায় 11 হাজার ভোল্টের বিদ্যুতের তার। আচমকাই কোনওভাবে 11 হাজার ভোল্টের সঙ্গে সংযোগ হয়ে যায় সিমেন্টের খুঁটির। আর তাতেই ঘটে বিপত্তি।