Tortoise Rescued: বিরল প্রজাতির সাতটি কচ্ছপ উদ্ধার ব্যান্ডেলে - arrest three women
🎬 Watch Now: Feature Video
বিরল প্রজাতির সাতটি কচ্ছপ উদ্ধার করল ব্যান্ডেল জিআরপির পুলিশ। দূরপাল্লার ট্রেন থেকে আজ ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটির ট্টেনে ওঠার সময় তিনজন সন্দেহজনক মহিলাকে আটক করে জিআরপি। এদের বাড়ি উত্তরপ্রদেশের জগদীশপুর থানা এলাকায়। জিজ্ঞাসাবাদ করতে গিয়ে তাদের ব্যাগে কচ্ছপ দেখতে পায় পুলিশ। এক একটি কচ্ছপের ওজন প্রায় 15-20 কিলো। পুলিশের জেরায় ওই তিন মহিলা জানায় উত্তরপ্রদেশ থেকে এই কচ্ছপগুলিকে তারা নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে। ধৃত তিনজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করলে পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷