দলছুট হাতিশাবকের মাথা চাপড়ে আদর স্থানীয়দের - ডুয়ার্সের রানিচিরা চা বাগান
🎬 Watch Now: Feature Video
ডুয়ার্সের রানিচিরা চা বাগানে গতকাল দুপুরে একটি হাতির দল ঢুকে পড়ে । বাগানের মধ্যে ঘোরাঘুরি করার সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় একটি শাবক । এরপর শাবকটি সোজা ৩১ নম্বর জাতীয় সড়কে উঠে আসে । হাতির শাবককে দেখতে ভিড় জমান স্থানীয়রা । কেউ মাথা চাপড়ে, কেউ পিঠ চাপড়ে আদর করতে থাকে তাকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনদপ্তরের মালবাজার এলিফ্যান্ট স্কয়্যাড ও তারঘেরা রেঞ্জের বনকর্মীরা । উপস্থিত ছিল মালবাজার থানার পুলিশও । শাবকটিকে দলে ফেরানোর চেষ্টা করা হচ্ছে ।