টেটে নিয়োগ করলেই তৃণমূল নেতাদের পিঠের চামড়া বাঁচবে না, হুঁশিয়ারি সায়ন্তনের - টেটের নিয়োগ করা মানেই পিঠের চামড়া বাঁচানো যাবে না৷
🎬 Watch Now: Feature Video
আজ মালদা শহরের রবীন্দ্র ভবন মোড়ে চায়ে পে চর্চায় অংশ নেন সায়ন্তন বসু ৷ অন্যদিকে পুরাতন মালদার ডিস্কো মোড়ের সভায় ছিলেন অরবিন্দ মেনন ৷ সায়ন্তনবাবু বলেন, “এখন চাকরি দিতে গেলে মারামারি বেঁধে যাবে ৷ যত চাকরি দেবে বলছে তার অন্তত পাঁচগুন বেশি লোকের কাছ থেকে এরা টাকা নিয়েছে ৷ রাজ্য সরকারকে বলব, মন্ত্রী আর তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য এখন যেন টেটে নিয়োগ না করা হয় ৷ টেটের নিয়োগ করা মানেই পিঠের চামড়া বাঁচানো যাবে না৷” অন্যদিকে,পুরাতন মালদার ডিস্কো মোড়ের সভায় অরবিন্দ মেনন বলেন,"গোটা রাজ্যে এখন রব উঠেছে, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে ৷ তৃণমূলে পিসি আর ভাইপো ছাড়া কেউ থাকবেন না ৷ তৃণমূল এখন ডুবন্ত নৌকা ৷ এই নৌকায় এখন কেউ থাকতে চাইছে না ৷ আমাদের দলের দরজা সবার জন্য খোলা৷ "
TAGGED:
সায়ন্তন বসু ও অরবিন্দ মেনন