অঙ্ক নিয়ে গবেষণা করতে চায়, বলল ষষ্ঠ স্থানাধিকারী সপ্তর্ষি - 2019
🎬 Watch Now: Feature Video
উচ্চমাধ্যমিকে ষষ্ঠ গাজোলের সপ্তর্ষি । তার প্রাপ্ত নম্বর 490 । সে গাজোলের হাজি নাকু মহম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র । সপ্তর্ষি বলে, "ভবিষ্যতে অঙ্ক নিয়ে গবেষণা করতে চায় । মাধ্যমিকে আমি 96.5 শতাংশ নম্বর পেয়েছিলাম । প্রথম দশের মধ্যে স্থান পাইনি । কিন্তু উচ্চমাধ্যমিকে আমি ষষ্ঠ হব ভাবতে পারিনি । আমার এই সাফল্যের পিছনে আমার মা-বাবা ও গৃহশিক্ষকদের অবদান রয়েছে ।" দেখুন ভিডিয়ো...