ধুবুলিয়ায় নির্বাচনী প্রবন্ধ বৈঠকে সঞ্জীব বালিয়ান - পশ্চিমবঙ্গ নির্বাচন 2021
🎬 Watch Now: Feature Video
ধুবুলিয়া চৌগাছায় সাংগঠনিক নির্বাচনী প্রবন্ধ বৈঠকে এসে রাজ্য সরকারকে নিশানা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জীব বলিয়ান । তিনি বলেন, "এক মাস পর পশ্চিমবঙ্গের মানুষ এই গুন্ডারাজ থেকে মুক্তি পাবে। " পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসবে এই বিষয়ে আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "কেন্দ্র ও রাজ্য একসঙ্গে মিলে উন্নতি সাধন করবে । " তিনি আরও বলেন, "সব জায়গায় ভোট লুট বন্ধ হয়েছে, শুধু বাংলায় ভোটের সময় ভোট লুট আছে । "