সপ্তাহের প্রথম দিনই বন্ধ নবান্ন, চলছে স্যানিটাইজ়েশন - Nabanna
🎬 Watch Now: Feature Video
শনিবার থেকে শুরু হয়েছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনকে জীবাণুমুক্ত করার কাজ ৷ আজ সপ্তাহের প্রথম দিনই সেই কাজের কারণে বন্ধ রাখা হল নবান্নের বিভিন্ন দপ্তর ৷ একদম একতলা থেকে 14 তলা, সর্বত্র চলছে স্যানিটাইজ়েশন ৷ শুধু ফ্লোরগুলিই নয়, নবান্ন চত্বরেও চলছে এই কাজ ৷