সুন্দরবনে আবারও দক্ষিণরায় দর্শন - সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার
🎬 Watch Now: Feature Video
আবারও পর্যটকদের ক্যামেরায় দক্ষিণরায় । গতকাল কলকাতা থেকে একদল পর্যটক সুন্দরবনে আসে । আজ সকালে গোসাবার একটি নদীতে লঞ্চে ভ্রমণের সময় দেখা মিলল সুন্দরবনের রয়েল বেঙ্গলের । জঙ্গল থেকে বেরিয়ে সাঁতার কেটে অন্য জঙ্গলের দিকে যাচ্ছিল দক্ষিণরায় । লঞ্চের সামনে বাঘ দেখে প্রথমে ভয় পেয়েছিলেন পর্যটকদের একাংশ । লঞ্চ চালক আশ্বাস দেওয়ার পর, সাঁতার কাটার সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন পর্যটকরা । এক পর্যটক জানান, সুন্দরবনে ঘুরতে আসা সার্থক । সচরাচর সুন্দরবনে সামনাসামনি বাঘের দেখা মেলে না । বাঘের দেখা মেলাতে খুশি তারা । আবারও দক্ষিণরায়ের দর্শনের জন্য সুন্দরবনে আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি ।