"ভিক্ষা নয়, শিক্ষা চাই", রায়গঞ্জে চাক্কা জ্যাম এবিভিপির
🎬 Watch Now: Feature Video
সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা, ভিক্ষা নয় শিক্ষা চাই, সন্ত্রাস নয় শান্তি চাই- এইসব দাবিকে সামনে রেখে আন্দোলনে নামল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। সারা রাজ্যজুড়ে সোমবার বিকেলে "চাক্কা জ্যাম" আন্দোলন শুরু করে এবিভিপি ৷ সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে চাক্কা জ্যাম করে পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি শুভব্রত অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে নারী নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে। গণতন্ত্র বলে কিছুই নেই। বেকার যুবকদের কর্মসংস্থান নেই। বাংলায় সন্ত্রাস নয়, শান্তি চাই এবং সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা এই দাবিসহ একগুচ্ছ দাবি নিয়ে বিবেকানন্দ মোড়ে চাক্কা জ্যাম কর্মসূচি পালন করা হল।