চলন্ত ট্রেলারে নেই চালক ! - road accident at majherhat bridge in kolkata
🎬 Watch Now: Feature Video
মাঝেরহাট ব্রিজের উপর দুটো প্রাইভেট গাড়িকে এবং একটি বাইককে ধাক্কা মারে চালকবিহীন ট্রেলার । শনিবার রাতে লোহার রড বোঝাই একটি 12 চাকার ট্রেলার মমিনপুর থেকে তারাতলার দিকে আসছিল । মাঝেরহাট ব্রিজের উপর একটি গাড়িকে ধাক্কা মেরে চলন্ত ট্রেলারের স্টিয়ারিং ছেড়ে পালিয়ে যান ড্রাইভার । এরপর ওই ট্রেলারটি চালকবিহীন অবস্থায় মাঝেরহাট ব্রিজের ঢালে এসে সামনে এবং পাশে থাকা গাড়ি এবং একটি বাইক ধাক্কা মারে । তবে হতাহতের খবর নেই । পুলিশ ট্রেলারটিকে আটক করেছে । ড্রাইভার পলাতক ।