রথের দড়িতে পড়ল না টান, করোনা বিধি ছিমছাম উৎসব শ্রীরামপুর মাহেশে - ছিমছাম উৎসব শ্রীরামপুর মাহেশে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 12, 2021, 2:11 PM IST

করোনা পরিস্থিতির কারণে গত বছর থেকেই রথ টানা বন্ধ করে দিয়েছে মাহেশের জগন্নাথ মন্দির ট্রাস্ট । মন্দিরের পাশেই তৈরি হয়েছে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি । এ বছরেও সেখানেই রাখা হবে তাঁদের । নারায়ণ শিলাকে পদব্রজে সংকীর্তন করতে করতে মন্দিরের ভিতর থেকে মাসির বাড়ি নিয়ে যা হবে । মাহেশের রথযাত্রা এবার 625 বছরে পা দিল । রথযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দিরে পুজোর আচার-অনুষ্ঠান চলছে । করোনাবিধি মেনেই চলছে সবকিছু । করোনা নিয়ে সতর্ক করতে চলছে মাইকিং । বাইরে থেকে ভক্তরা সেভাবে না এলেও স্থানীয় ভক্তরা মন্দিরে ধুপ, মোমবাতি জ্বালিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে পুজো দিচ্ছেন । আচার বিধি মেনে ভোগ রান্না চলছে । মন্দিরেই খিচুড়ি , আলুর দম , ধোকা, পায়েস , পঞ্চব্যঞ্জন দিয়ে জগন্নাথকে ভোগ নিবেদন করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.