"BJP শান্তি চায়, ভাটপাড়াকে অশান্ত করছে তৃণমূলই" - রাজু ব্যানার্জি
🎬 Watch Now: Feature Video
লোকসভা ভোটের পর থেকেই উত্তপ্ত ভাটপাড়া ৷ প্রায় প্রতিদিনই চলছে বোমা, গুলি ৷ এই ঘটনায় একে অপরকে দোষারোপ করেছে BJP ও তৃণমূল দু' পক্ষই ৷ তা নিয়ে আজ BJP নেতা রাজু ব্যানার্জি বলেন, BJP শান্তি চায় ৷ সাংসদের বাড়ির সামনে বোমাবাজি করে ভাটপাড়াকে অশান্ত করছে তৃণমূলই ।