আদিবাসীদের সারনা ধর্ম লাগু করার দাবিতে পথ অবরোধ মালদায় - sarna dharma code
🎬 Watch Now: Feature Video
সারনা ধর্ম লাগু করার সঙ্গে আরও 5 দফা দাবি নিয়ে জাতীয় সড়ক অবরোধ করল ঝাড়খণ্ড দিশম পার্টি ও সেঙ্গেল অভিযান । আজ ভোর থেকে গাজোলের আদিনা স্টেশন ও আদিনা সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলতে থাকে বিক্ষোভ কর্মসূচি । নেতৃত্ব দেন ঝাড়খণ্ড দিশম পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি মোহন হাঁসদা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ।