যাদবপুরে সুজন চক্রবর্তীর নেতৃত্বে মিছিল, মোদির কুশপুত্তলিকা দাহ - সুজন চক্রবর্তী
🎬 Watch Now: Feature Video
ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকাল থেকে যাদবপুর 8B বাসস্ট্যান্ডের মোড়ে শুরু হয় CPI(M)-এর অবস্থান । CPI(M) নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল হয় । যাদবপুর সুলেখা মোড় থেকে যাদবপুর থানার মোড় পর্যন্ত পথ ব্যারিকেড করে রাখে পুলিশ । মিছিল শেষে 8B বাসস্ট্যান্ডের মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । বেলা 11টা নাগাদ শেষ হয় কর্মসূচি ।