জলপাইগুড়িতে এবার "দাদার ভক্তের" পোস্টার - জলপাইগুড়ির খবর
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার চোখে পড়ল । দাদার অনুগামীর পর এবার দাদার ভক্তের পোস্টার । জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ফণীন্দ্রদেব স্কুলের সামনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি সম্বলিত পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর । এর আগে পুজোর সময় শুভেন্দু অধিকারীর পোস্টার থানার সামনে ও পোস্ট অফিস মোড়ে দেওয়া হয়েছিল ।