ভোট ব্যাঙ্কের রাজনীতি করছেন অমিত-মমতা : অধীররঞ্জন চৌধুরি - প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি
🎬 Watch Now: Feature Video
বিধানভবনের সামনে অবস্থান বিক্ষোভ করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷ সেখানে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমরা সবাই জানি হাথরস কাণ্ড ৷ নির্মম নিষ্ঠুরভাবে নির্যাতন চালিয়েছে ৷ আর দেহ নির্দয়ভাবে সৎকার করা হয়েছে। জোর করে মানবাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে ৷ তারই প্রতিবাদ জানাচ্ছি আমরা ৷" এছাড়া আজ বাঁকুড়ায় আদিবাসী ঘরে অমিত শাহ-র মধ্যাহ্নভোজ এবং এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনগ্রসর জাতির সঙ্গে বৈঠক নিয়ে অধীরবাবু বলেন, "সামনে বিধানসভা ভোট ৷ তাই ভোট ব্যাঙ্ক বাড়াতে এইসব কর্মসূচি৷ "
TAGGED:
adhir-chowdhury