ইলামবাজারে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ, লাঠিচার্জ পুলিশের - trade union strike
🎬 Watch Now: Feature Video
বীরভূমের ইলামবাজারে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকদের । রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় । পুলিশ ও কমব্যাট ফোর্স লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় । পুলিশের লাঠিচার্জে আহত হন ছ'জন ।