কড়া নির্দেশিকা জারির আগের রাতে বেনাচিতি বাজারে শিকেয় করোনাবিধি - Durgapur market
🎬 Watch Now: Feature Video
করোনাকে নিয়ন্ত্রণে আনতে কাল থেকে 15 দিনের কড়াকড়ি করছে রাজ্য সরকার । দুর্গাপুরে বহু মানুষ প্রতিদিন কোভিডে আক্রান্ত হচ্ছেন । হাসপাতালে বেড নেই, অক্সিজেনের সমস্যা রয়েছে । বহু মানুষ প্রিয়জনকে হারালেন মাত্র কয়েকদিনের মধ্যে । কিন্তু লকডাউনের আগের সন্ধ্যায় উদ্বেগজনক ছবি বেনাচিতি বাজারের । ভীড় ঠাসা বাজারে জ্যাম,গাদাগাদি করে জিনিসপত্র কেনার ছবি । এই ভীড় সংক্রমণকে আরও বহুগুন বাড়াবে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷